সাতক্ষীরার সরকারিকৃত আশাশুনি কলেজের ৬৪ পদ সৃজনের সম্মতি চেয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৯ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে চিঠির সাথে প্রয়োজনীয় কাগজপত্র অর্থ বিভাগে পাঠানো হয়।
জানা গেছে, গত ২৭ জুন সাতক্ষীরার সরকারিকৃত আশাশুনি কলেজের অধ্যক্ষসহ ২টি স্থায়ী এবং ৬২ টি অস্থায়ীসহ মোট ৬৪টি পদ সৃজন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সে প্রেক্ষিতে এ পদগুলো সৃজনে অর্থ বিভাগের সম্মতি প্রয়োজন।
চিঠিতে ৬৪টি পদ সৃজনে সম্মতি প্রদানে অর্থ বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সাথে পদগুলোর তালিকা অর্থ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।