স্টাফ রিপোর্টার:
তিস্তা চুক্তিও সম্পাদিত হবে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সঙ্গে সরকারের চলমান শুদ্ধি অভিযানের কোনও সম্পর্ক নেই। সম্রাটের আটকের কোনও সম্পর্ক নেই।
সোমবার (৭ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম-সাময়িক রাজনৈতিক প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কিছু পেতে হলে কিছু দিতে হয়।
এই সরকারের সময়েই তিস্তা চুক্তি সম্পাদিত হবে।
সেতু মন্ত্রী বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের এখন সুসম্পর্ক বিরাজ করছে। সম্পর্ক ভালো থাকলে অনেক কিছুই পাওয়া যায়। বৈরী সম্পর্ক থাকলে কিছুই পাওয়া যায় না।
এ সরকারের আমলেই তিস্তা চুক্তি সম্পাদিত হবে বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করে ওবায়দুল কাদের বলেন, আমরা তো ভারতের কাছ থেকে অনেক এনেছি। ৬৮ বছর পর সীমান্ত চুক্তি সম্পাদিত হয়েছে। শেখ হাসিনা এবং মোদী সরকার তা করে দেখিয়েছেন।
তিনি বলেন, তিস্তা চুক্তি সম্পাদিত হয় নি ভারতের অভন্তরীণ কারণে। তাদের ঐক্যমত্যের অভাব ছিল।
তবে এই চুক্তির বিষয়ে ভারত সরকার আন্তরিক বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।