প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন করে আরো ২৬ হাজারের বেশি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিকে এসব শিক্ষক নিয়োগ দেওয়া হবে। চলতি বছর নভেম্বরে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। এ নিয়োগ বিজ্ঞপ্তি থেকে মেয়েদের স্নাতক বা ডিগ্রী পাস কার্যকর করা হবে।
বিষয়টি নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব।