চট্টগ্রামের সিআরবি এলাকা থেকে স্কুল ফাঁকি দিয়ে আড্ডারত অবস্থায় স্কুলড্রেস পরিহিত কয়েকজন ছাত্র-ছাত্রীকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে রোববার দুপুরে ২৬ শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে তাদের হাতে তুলে দেয়া হয়।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন জানান, প্রায়ই দেখা যায় স্কুল চলাকালে শিক্ষার্থীদের একটি অংশ নগরের বিভিন্ন বিনোদন কেন্দ্রে আড্ডা দেয়, ঘোরাফেরা করে। অথচ তাদের অভিভাবকরা জানেন তাদের সন্তান বিদ্যালয়ে বা কলেজে গেছে। এভাবে স্কুল-কলেজ ফাঁকি দেয়া শিক্ষার্থীরাই পরে বিভিন্ন কিশোর গ্যাংয়ের সদস্য হয়ে উঠছে। এভাবেই বিপথগামী হচ্ছে তারা।
ওসি মোহাম্মদ মহসিন বলেন, আজ স্কুল ফাঁকি দিয়ে সিআরবি এলাকায় আড্ডা দেয়া অবস্থায় ২৬ শিক্ষার্থীকে ডেকে নিয়ে তাদের সম্পর্কে নিজ নিজ পরিবারকে জানানো হয়েছে। এসময় তাদের স্কুল-কলেজ ফাঁকি না দিয়ে পড়ালেখায় মনোযোগী হওয়ার উপদেশ দেয়া হয়েছে। শিক্ষার্থীরা তাদের ভুল বুঝতে পেরেছে।
বাংলাদেশ জার্নাল/আরকে