আনিসুর রহমান মিঠু:
আগের দিনে মানুষ জাহাজে করে হজ্বে যেতেন । বাংলাদেশ অঞ্চলের মানুষ গরুর গাড়ী , ঘোড়া গাড়ী করে কিংবা পায়ে হেটে বম্বে যেতেন , সেখান থেকে জাহাজে করে মক্কায় গিয়ে হজ্ব করে , আবার একই ভাবে ফেরৎ আসতেন ।
অনেক হজ্ব করতে ইচ্ছুক ব্যক্তি , বম্বে গিয়ে দেখতেন , জাহাজ চলে গেছে । তখন তারা বম্বে থেকেই ফেরৎ আসতেন । এসে হাজ্বীদের মতোই আচরন করতেন । এদের মানুষ ডাকতেন বোম্বাইয়া হাজ্বী !
খবর পেলাম সম্প্রতি শুদ্ধি অভিযান শুরু হওয়ার পর , এক সাবেক মন্ত্রী ওমরা হজ্বে যাওয়ার জন্য ঢাকা বিমান বন্দরে যাওয়ার পর –
তাঁকে বলা হয়েছে , আপনি বিদেশ যেতে পারবেননা , নিষেধাজ্ঞা আছে ! তিনি বিমান বন্দর থেকে ফেরৎ এসেছেন !
আমার মনে হয় আমরা সেই মাননীয়কে ইচ্ছা করলে ‘ ঢাকাইয়া হাজ্বী ‘ ডাকতে পারি !!
লেখক: আইনজীবি ও রাজনীতিবিদ।
(লেখাটি ফেসবুক থেকে সংগৃহীত)