টেড বান্টি, আন্দ্রেই চিকাতিলো, জেফ্রি ডাহমারের মত সিরিয়াল কিলারের নাম হয়ত অনেকেই শুনেছেন। তবে স্যামুয়েল লিটলের নাম সম্ভবত আগে কেউ শুনেননি। কিন্তু এই স্যামুয়েল লিটলকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে নৃশংস সিরিয়াল কিলার বলে উপাধি দিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই । একে একে ঠাণ্ডা মাথায় ৯৩টি খুন করেছেন এই স্যামুয়েল লিটল।
১৯৭০ থেকে ২০০৫ সালের মধ্যে ৯৩টি হত্যাকাণ্ড সংঘটনের কথা স্বীকার করেছেন স্যামুয়েল নিজে। নিহতদের বেশিরভাগই নারী বলে এফবিআইয়ের তদন্তে বেরিয়ে এসেছে। তদন্ত কর্মকর্তারা এর মধ্যে ৫০টি হত্যাকাণ্ডের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।
স্যামুয়েল ম্যাকডয়েল নামে পরিচিত সাবেক এই বক্সারকে ২০১২ সালে কেনটাকির গৃহহীন মানুষের আশ্রয়কেন্দ্র থেকে প্রথমবার গ্রেফতার করা হয়। মাদক মামলায় জড়িত থাকার অভিযোগে তখন ক্যালিফোর্নিয়ায় পাঠানো হয়েছিল তাকে। সেখানে আসার পর ডিএনএ পরীক্ষায় অপর তিনটি হত্যা মামলার সঙ্গে তার যোগসাজশের প্রমাণ পায় পুলিশ।