বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) আন্দোলনরত শিক্ষার্থীরা ভিসির কার্যালয় ঘেরাও করেছে।
দাবি অনুযায়ী ভিসি তাদের কাছে না আসায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা ভিসির কার্যালয় ঘেরাও করে সেখানে অবস্থান নিয়েছেন।
এর আগে আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিসহ আট দফা দাবিতে বুয়েট ক্যাম্পাসে আন্দোলন করছে শিক্ষার্থীরা।
তারা মঙ্গলবার বিকেলে ৫টার মধ্যে ভিসি অধ্যাপক সাইফুল ইমলামকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করার আল্টিমেটাম দেয়। কিন্তু ভিসি না আসায় বিকেল ৫টার পর তার কার্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, রোববার রাতে বুয়েটের শেরেবাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় ফাহাদকে উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, তাঁর মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।
এ ঘটনায় বুয়েটের শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে আবরার হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে সোমবার সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করেন আবরারের বাবা বরকত উল্লাহ্।
ক্যাম্পাসে এসে শিক্ষার্থীদের সাথে কথা বলেন ভিসি (উপাচার্য) অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এসময় প্রধান ফটকে তালা দিয়ে ভিসি কার্যালয় ঘিরে অবস্থান করে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সাথে ভিসির কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেন।
এসময় ভিসি বলেন, আমি তোমাদের সব দাবিগুলো প্রাথমিক ভাবে মেনে নিয়েছি। আমি সরকারের বাহিরে কাজ করতে পারি না। আমি তোমাদের দাবিগুলো সরকারকে জানাবো এরপর আমাকে যে নির্দেশ দেয়া হবে সেই বিষয়ে তোমাদের সাথে কথা বলবো।
দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার হত্যার বিচার চান শিক্ষার্থীরা। আবরার হত্যার বিচারের দাবিতে নীতিগতভাবে একমত রয়েছেন ভিসি প্রশাসন জানিয়েছে। আবরার হত্যার বিচারের শিক্ষার্থীদের সব দাবি নীতিগতভাবে একমত বুয়েট প্রশাসন ভিসি অধ্যাপক সাইফুল ইসলাম এবং তিনি শিক্ষার্থীদের না হওয়ার আহ্বান জানিয়েছে
তিনি শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানান।
তবে ভিসির এমন কথা মেনে নিতে নারাজ শিক্ষার্থীরা। ভিসির সাথে শিক্ষার্থীদের এখনও বাদবিতন্ডা চলছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল পাঁচটার দিকে বুয়েটের জনসংযোগ অধিদপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। বৈঠক শেষে উপাচার্য গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলবেন।
ভিসি ক্যাম্পাসে আসার পরপরই প্রধান ফটকে তালা দেওয়া হয়। এর আগে চলতি শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা স্থগিতসহ সাত দফা দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। দাবিগুলো মধ্যে একটি ছিল- হত্যাকাণ্ডের ঘটনার পর ৩০ ঘণ্টা পার হলেও বুয়েট ভিসি ঘটনাস্থলে উপস্থিত না হওয়ার বিষয়ে মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে তার জবাবদিহি নিশ্চিত করা।