ছয় মাসের সাজাপ্রাপ্ত ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন জাতীয় হৃদরোগ হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. আফজালুর রহমান।
মঙ্গলবার বিকেল তিনটার দিকে সম্রাটের শারীরিক অবস্থা নিয়ে আয়োজিত বোর্ড মিটিং শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডা. আফজালুর রহমান।
এসময় তিনি আরও বলেন, সম্রাটের অবস্থা স্থিতিশীল হলেও তাকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। ডা. আফজালুর রহমান বলেন, একজন হৃদরোগের রোগী ভর্তি হলে যা যা পরীক্ষা নিরীক্ষা দরকার সেসবই করা হচ্ছে। সম্রাটের চিকিৎসায় ৭ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
এর আগে তিনি জানিয়েছিলেন, সম্রাটের চিকিৎসার জন্য তাকে প্রধান করে অস্থায়ী ভিত্তিতে তিন সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। এই টিমের পর্যবেক্ষণে সম্রাটের চিকিৎসা চলছে।
১৫ বছর আগে হৃদরোগের সমস্যায় সম্রাটের হার্টের ভাল্ব প্রতিস্থাপন করা হয়। সোমবার রাতে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেলে আনা হয়। এরপর ঢামেক চিকিৎসকদের পরামর্শে সম্রাটকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেয়া হয়।