ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর ২২ দিন নদী ও সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা থাকায় জেলেরা ঘাটে ফিরছে। মৌসুম জুড়ে লোকসানের পরও ইলিশ বৃদ্ধির লক্ষ্যে সরকারের এ নিষেধাজ্ঞা পালনে বদ্ধপরিকর বরগুনার জেলেরা। অবশ্য এ নিষেধাজ্ঞা পালনে তাদের উপেক্ষা করতে হবে চরম দারিদ্রতাকে। নামেমাত্র চাল সহায়তা নয়, আর্থিক সহায়তার দাবিও রয়েছে জেলেদের। আর সে সহায়তা প্রকৃত জেলেরা যাতে পায় সে দাবিও তাদের।
জুলহাস, মিরাজ, রতন, সুমন গোলদার, কিবরিয়াসহ, সাগর থেকে নিষেধাজ্ঞা মেনে ফিরে আশা জেলেরা জানান, নামেমাত্র চাল সহায়তা না দিয়ে আর্থিক সহায়তার দাবি তাদের। আর এ সহায়তা যাতে প্রকৃত জেলেরা পায় এমনটাই দাবি তাদের।
আজ রাত ১২টার আগেই বঙ্গোপসাগর ও নদী থেকে সব জেলেরা ঘাটে ফিরে আসছে।তিনি আরও বলেন অবশ্য ভারতসহ পার্শ্ববর্তী দেশে একি সময়ে অবরোধ না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে মৎস্যজীবীদের এ নেতা জানালেন নিষেধাজ্ঞার ২২ দিন মাছ ধরা বন্ধ নিশ্চিত করবেন তারা। এ সময় পার্শ্ববর্তী দেশের জেলেরা যাতে বাংলাদেশের জলসীমায় মাছ শিকার করতে না পারে সে ব্যবস্থা করার দাবিও তাদের।
বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা মো. আবুল কালম আজাদ জানান, পার্শ্ববর্তী ভারত ও মায়ানমারের সঙ্গে মিল রেখে যৌথ নিষেধাজ্ঞা ও চালের সাথে অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে চেষ্টা চালাচ্ছেন বলে তিনি জানান।