চাপের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হলেন বুয়েট শেরেবাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল। বুধবার (৯ অক্টোবর) দুপুর পৌনে তিনটার দিকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি সংবাদ সম্মেলনে বিষয়টি জানান। সকালেই ড. জাফর ইকবাল পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এসময় তিনি অভিযোগ করে বলেন, আবরারের ঘটনার সময় প্রশাসনের সহযোগিতা পাননি। সকালেই জাফর ইকবাল পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবিতে তৃতীয় দিনের মতো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা। আবরারের খুনিদের ‘ফাঁসি চাই’ স্লোগানে উত্তাল হয়ে উঠেছে বুয়েট ক্যাম্পাস।