সমাজের পশ্চাৎপদ জনগোষ্ঠী বেদে ও হিজড়া সম্প্রদায়। যারা না পায় শিক্ষা-দীক্ষার সুযোগ, না থাকে ওদের স্থায়ী আবাস। যাযাবর জীবনযাত্রা তাদের। সমাজের কেউ ওদের জন্য এইভাবে চিন্তা করেনাই। তাদের নিরাপদ ও অন্য
বেশ কয়েক বছর পূর্বে নিজ উদ্যোগে উত্তরণ ফাউন্ডেশন প্রতিষ্ঠিত করে হিজড়া ও বেদে সম্প্রদায়ের জন্য বাংলাদেশ পুলিশের রত্ন, পুলিশ বাহিনীর গর্ব ও অহংকার, ঢাকা রেঞ্জের ডিআইজি জনাব হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) মহোদয় মানবিক কাজ শুরু করেন। অবহেলিত এই জনগোষ্ঠীর কিছু অংশ স্থায়ী কর্মপরিবেশ পেয়েছে। পেয়েছে নিজস্ব আবাস। অর্জন করেছে নিজস্ব আইডেন্টিটি। বিহাইন্ড দ্য সীনের ড্রিম মেকার উত্তরণ ফাউন্ডেশনের চেয়ারম্যান।
একদিন দেশের গণমাধ্যম, সম্পাদকীয় পাতার সীমানা পেড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে খবরের কাগজে বা টিভি চ্যানেলে গল্প হবে, আলোচনা হবে।
বাংলাদেশে একজন পুলিশ অফিসারের গল্প। যে গল্প একটা জনগোষ্ঠীকে একটা সমাজদান করার গল্প৷
লেখক: অতিরিক্ত পুলিশ সুপার, নারায়নগঞ্জ ‘খ’ সার্কেল।
(ফেসবুক থেকে সংগৃহীত)