কুমিল্লার সদর দক্ষিণে ইউটার্ন নিতে গিয়ে পিকআপে বাসের ধাক্কায় চালকসহ দুজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- হাফেজ মাওলানা ফয়জুল্লাহ ও জাকির হোসেন।
শুক্রবার রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাফেজ মাওলানা ফয়জুল্লাহ কুমিল্লা বরুড়া উপজেলার বাসিন্দা, নগরীর মোগলটুলীর আল করিম লাইব্রেরির মালিক এবং পিকআপচালক জাকির হোসেন কুমিল্লা নগরীর কালিয়াজুড়ি এলাকার বাসিন্দা।
লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজি এলাকায় একটি যাত্রীবাহী বাস ইউটার্ন নিচ্ছিল। এসময় একটি পিকআপকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চালকসহ দুজনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।