ডেস্ক রিপোর্ট:
গতকাল শুক্রবার রাতে লুক্সেমবার্গের বিপক্ষে দুর্দান্ত একটি গোল করেন ক্রিস্টিয়ানো রোনালদো। এই গোলের মাধ্যমে নিজের প্রফেশনাল ক্যারিয়ারে ৬৯৯তম গোল করলেন তিনি।
তবে এটা রোনালদোর ঠিক কততম গোল সেটা নিয়ে বিতর্ক রয়েছে। স্প্যানিশ পত্রিকা মার্কার মতে, এটিই রোনালদোর ৭০০তম গোল। কিন্তু ফিফার মতে, এটাই ক্রিস্টিয়ানোর ক্যারিয়ারের ৬৯৯তম গোল।
আগামী সোমবার আনুষ্ঠানিকভাবে ৭০০তম গোলের দেখা পেতে পারেন রোনালদো। ওইদিন ইউরো ২০২০ বাছাইপর্বের ম্যাচে ইউক্রেনের মুখোমুখি হবে পর্তুগাল।