বিনোদন ডেস্ক:
২০১২ সালের ২৪ মে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সিদ্দিকুর রহমান প্রেম করে বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে। এরপর এই দম্পতির ঘরে ২০১৩ সালের ২৫ জুন আসে এক পুত্র সন্তান। নাম আরশ হোসেন।
কিন্তু এই দম্পতির সংসার আর বেশি দিন টিকছে না। ঘর ভাঙছে সিদ্দিক ও মিম দম্পতির। এমনটি জানিয়েছেন অভিনেতা সিদ্দিকের স্ত্রী মারিয়া মিম।
মারিয়া মিম বলেন, ‘সে আমাকে মিডিয়াতে কাজ করতে দিতে চায় না। এছাড়া নানা কারণে আমাদের মধ্যে দূরত্ব বেড়েছে অনেক দিন হল। আমরা কয়েক মাস ধরে আলাদাও থাকছি। তাই ডিসিশন ফাইনাল আমাদের বিচ্ছেদের। আমাদের পরিবারও এই ব্যাপারটা জেনে গেছে।’
জানা গেছে, দুইজনের এই আলাদা থাকার সময় তাদের একমাত্র পুত্র সন্তান বাবা সিদ্দিকের সঙ্গেই থাকছে। এর আগে ১৪ অক্টোবর একাধিক ফেসবুক স্ট্যাটাসে সিদ্দিকের বিরুদ্ধে মিডিয়াতে কাজ করতে না দেওয়া সহ বিভিন্ন অভিযোগ তুলেছেন মারিয়া মিম।
তবে এই প্রসঙ্গে কথা বলতে সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার সাড়া পাওয়া যায়নি।