ডেস্ক রিপোর্ট:
গত ৪ অক্টোবর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর গত ১০ অক্টোবর বাইপাস সার্জারি পরবর্তী ফলোআপ চিকিৎসার জন্য সিঙ্গাপুর যান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সেখানে দুই নেতার মধ্যে সাক্ষাৎ হওয়ার সম্ভাবনা থাকলেও তা হয়নি। এ নিয়ে মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে ওবায়দুল কাদেরের কাছে প্রশ্ন জুড়ে দেন একজন সাংবাদিক।
জবাবে তিনি বলেন, ফখরুল সাহেবের সঙ্গে দেখা হলে ভালোই হতো, কিন্তু হয়নি। আমি যেদিন সিঙ্গাপুরে গিয়েছি এর আগের দিন ফখরুল সাহেব চলে এসেছেন। তাই সাক্ষাৎ হয়নি।
উল্লেখ্য, বৃহস্পতিবার দুপুর ১টা ৩৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন ওবায়দুল কাদের। ফলোআপ চিকিৎসা শেষে পরদিন শুক্রবার রাত ১০টা ৪০ মিনিটে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে ঢাকায় ফেরেন তিনি।