ইমরান হোসেন সোহাগ:
কুমিল্লার মনোহরগঞ্জে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার পোমগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে এ মহড়ার আয়োজন করা হয়। মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ড মোকাবেলা এবং যে কোন দুর্ঘটনা থেকে মুক্তি পাবার কৌশল সর্ম্পকে ধারণা দেয় লাকসাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাঠান মোঃ সাইদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ওয়াসিম, মনোহরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মেজবাহউদ্দিন ভূইয়া, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ফেরদৌস আলম মজুমদার, লাকসাম ফায়ার সার্ভিস এর সিনিয়র ষ্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, ঝলম (দঃ) ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান, হাসনাবাদ ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, বাইশগাঁও ইউপি চেয়ারম্যান আলমগীর বিএসসি, সরসপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, বিপুলাসর ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল, মহড়ায় অংশগ্রহণ করেন লাকসাম ফায়ার সার্ভিস ষ্টেশনের লিডার আবদুল রশিদ, মোঃ কামাল হোসেন, ফায়ার ফাইটার আব্দুল মালেক, আবু হাসেম, খোরশেদ আলম, এমরান হোসেন, ফিরোজ আলম মজুমদার সোহাগ, ড্রাইভার লোকমান হোসেন সহ পোমগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ।