বুধবার বার্সেলোনার অ্যান্টিগা ফ্যাব্রিকা এস্ত্রেলা ডেমে জমকালো এক অনুষ্ঠানে বার্সেলোনা তারকার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
এ সময় মেসির সঙ্গে ছিলেন তার স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জো, দুই ছেলে থিয়াগো এবং মাতেও।
২০১৮-১৯ মৌসুমে লা লিগায় ৩৪ ম্যাচে ৩৬ গোল করার জন্য ইউরোপের শীর্ষ পাঁচ লিগে সর্বোচ্চ গোলের পুরস্কার গোল্ডেন শু জেতেন মেসি।
প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার এই পুরস্কার জিতলেন তিনি। সব মিলিয়ে এটি তার ষষ্ঠ গোল্ডেন শু। সম্মানজনক এই পুরস্কার এত বেশিবার আর কেউ জিততে পারেনি। দ্বিতীয় সর্বোচ্চ চারবার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এক নজরে মেসির গোল্ডেন শু পুরস্কার
২০০৯-১০: ৩৪ গোল
২০১১-১২: ৫০ গোল
২০১২-১৩: ৪৬ গোল
২০১৬-১৭: ৩৭ গোল
২০১৭-১৮: ৩৪ গোল
২০১৮-১৯: ৩৬ গোল