মোঃ ইমরান হোসেন সোহাগ: তৃতীয় শ্রেণীর কর্মচারী থেকে ৪র্থ শ্রেণীর কর্মচারী ঘোষণার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে পরিবার কল্যাণ সহকারী সমিতির উদ্যোগে এক মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা তাদের পদোন্নতির পরিবর্তে পদাবনতি হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। উপজেলা পরিবার কল্যাণ সহকারী (এফডব্লিউএ) কহিনুর বেগম জানান, আমরা তৃতীয় কর্মচারী হিসাবে নিয়োগ পেয়েছি, কিন্তু এত বছর চাকুরি করার পর সম্প্রতি পরিবার কল্যান অধিদপ্তর কর্তৃক জারিকৃত পরিপত্রে আমাদেরকে চতুর্থ শ্রেণীর কর্মচারী হিসাবে দেখানো হয়। তিনি জানান, সমাজ, পরিবার-পরিজনের কাছে এত বছর চাকুরী করার পর পদোন্নতির পরিবর্তে পদাবনতির বিষয়টি অত্যন্ত লজ্জার। তিনি এর নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি উর্ধতন কর্তৃপক্ষের কাছে পূর্ব পদে বহাল থাকার দাবি জানান।