দুলাল মিয়া: পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত পরিবার কল্যাণ সহকারীদের সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কুমিল্লার নাঙ্গলকোটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পরিবার কল্যাণ সহকারী সমিতি নাঙ্গলকোট উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
মনববন্ধন ও প্রতিবাদ সমবেশে বক্তব্য রাখেন, পরিবার কল্যাণ সহকারী কুমিল্লা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রাশেদা আক্তার, উপজেলা কমিটির সভাপতি নাজমা আক্তার, সহ সভাপতি জহুরা বেগম, সাধারণ সম্পাদক নুরুন নাহার লায়লী, সহ সাধারণ সম্পাদক আয়েশা আক্তার, সাংগঠনিক সম্পাদক হাছিনা আক্তার মজুমদার, কোষাধ্যক্ষ অঞ্জু রাণী প্রমুখ।
পরিবার কল্যাণ সহকারীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে- নি¤œ বেতন স্কেল, পদোন্নতি জটিলতা, যথাযথ প্রণোদনা প্রদান ব্যবস্থার অনুপস্থিতি, পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে প্রশিক্ষণে পরিবার কল্যাণ সহকারীদের প্রেষণ বাতিল, যথাযথ পেনশন সুবিধা হতে বঞ্চিত, কর্ম এলাকা এবং পেইড ভলান্টিয়ার, পোষ্য কোটার অনুপস্থিতি।
ক্যাপশন: সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নাঙ্গলকোটে পরিবার কল্যাণ সহকারীদের মানববন্ধন।