বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে আগামীকাল ২২ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের জনসমাবেশ হচ্ছে না। জাতীয় ঐক্যফ্রন্টের জনসমাবেশের জন্য পুলিশের অনুমতি না পাওয়ায় আপতত সমাবেশ স্থগিত রেখেছে ঐক্যফ্রন্ট। জানা গেছে খুব দ্রুত আলোচনা করে কর্মসূচি দেবে ঐক্যফ্রন্ট। গত বুধবার (১৬ অক্টোবর) বিকালে ড. কামাল হোসেনের মতিঝিলের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক শেষে সমাবেশের ঘোষণা দেয়া হয়।
এসময় সমাবেশের অনুমতি না পেলে ঐক্যফ্রন্ট কী করবে এমন প্রশ্নের জবাবে ড. কামাল হোসেন বলেন, অনুমতি না দেওয়া হবে সংবিধানের লঙ্ঘন। সংবিধানের মৌলিক অধিকারের মধ্যে সভা-সমাবেশ করা ও বক্তব্য দেওয়ার কথা বলা হয়েছে। অনুমতি না দিলেও কাজ করে যেতে হবে। অনুমতির বিষয় সরকারের। অবস্থা বুঝে পরবর্তী করণীয় ঠিক করবেন বলে জানান তিনি।
আজ বিকেলে কালকের সমাবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ঐক্যফ্রন্টের নেতা ও জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব বলেন, বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আগামীকালের রাজধানীর সোহরাওয়ার্দীতে সমাবেশ করার কথা ছিল। কিন্তু এ সমাবেশের অনুমতি সরকার আমাদেরকে এখনও দেয়নি। এর প্রতিবাদে আমরা আলোচনা করে কর্মসূচি দেব।
গণফোরামের প্রেসিডিয়াম সদস্য জগলুল হায়দার আফ্রিক বিডি২৪লাইভকে বলেন, গণফোরামের যুগ্ম সম্পাদক মোস্তফা আহমেদ সমাবেশর অনুমতির জন্য আজ দ্বিতীয় দফা গিয়েছিল। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে আমারা যাতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ না করে কোন একটি হলরুমে সমাবেশ করি।
তিনি বলেন, তাই আমরা আপাতত কাল সমাবেশ করছি না। আর কোন হলরুমে সমাবেশ করারতো কেন প্রশ্নই আসে না। জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা আলোচনা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা দেব।