শাহ নুরুল আলম: লাকসাম ন.ফ সরকারি কলেজের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে শিক্ষক পরিষদের হল রুমে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় বক্তব্য রাখেন নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বাবুল চন্দ্র শীল, উপাধ্যক্ষ প্রফেসর মেজর মিতা সফিনাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আবদুল আলীম দিদার, রাষ্ট্র বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এ.এফ.এম হাফিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক পরিষদ সম্পাদক দেওয়ান মোহাম্মদ ইয়াছির আরাফাত।
উল্লেখ্য, সভায় উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের উদ্দেশ্যে অধ্যক্ষ মহোদয় ও আমন্ত্রিত অতিথিবৃন্দগণ বক্তব্যে বলেন কলেজের সুনাম রক্ষার্থে সকলকে ভাল ভাবে পড়ালেখায় মনোযোগ, সুন্দর ভাবে চলাফেরা, সকল অভিভাবকদের সন্তানদের প্রতি ভালোভাবে নজর রাখার আহবান জানান।