স্টাফ রিপোর্টার: ২৬ অক্টোবর শনিবার নাঙ্গলকোটের প্রবাসী ব্যবসায়ী মোঃ শাহজাহান সাজুর কুলখানি আটিয়াবাড়ি নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফিরাত কামনায় পারিবারিক আয়োজনে মিলাদ, দোয়া ও কাঙ্গালি ভোজের আয়োজন করা হবে। কাঙ্গালি ভোজে প্রায় তিন হাজার লোককে আপ্যায়নের প্রস্তুতি নেয়া হয়েছে। অনুষ্ঠানে নাঙ্গলকোট উপজেলা চেয়ারম্যান সামছুদ্দিন কালু, পৌর মেয়র আবদুল মালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া সহ নাঙ্গলকোট উপজেলা ও আদ্রা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ বিভিন্ন
শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকার কথা রয়েছে।
জানা যায়, চলতি বছরের ৭ মে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীদের গুলিতে মো. শাহজাহান সাজু নিহত হন। পরে তার লাশ দেশে এনে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তিনি দক্ষিণ আফ্রিকায় একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তিনি দেশ-বিদেশে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি আদ্রা দক্ষিণ ইউপিতে আওয়ামী লীগের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচিত ছিলেন। তিনি এলাকার উন্নয়নে সদা তৎপর ছিলেন। দরিদ্র, অসহায় মানুষকে তিনি সাধ্যমতো সাহায্য-সহযোগিতা করতেন।
প্রয়াত শাহজাহান সাজুর ছেলে মোঃ মানিক তার পিতার আত্মার মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করেন।