সম্প্রতি ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকাকে গুঁড়িয়ে দিয়েছে ভারত। এবার টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ বাংলাদেশ। এই প্রথম পূর্ণাঙ্গ সফরে ভারতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। তবে বাংলাদেশের সাবেক কোচ ডেভ হোয়াটমোরের মতে, দক্ষিণ আফ্রিকার চেয়ে বাংলাদেশ ভালো দল। তাই প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশ মোটেই সহজ হবে না বলে ভারতকে সতর্ক করে দিয়েছেন তিনি।
হোয়াটমোর মনে করেন, ভারতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ হবে উপভোগ্য। কারণ, বাংলাদেশের বর্তমান দলটি প্রোটিয়াদের চেয়ে ভালো দল।
ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’কে হোয়াটমোর বলেন, ‘সিরিজটি দারুণ উপভোগ্য হবে। বাংলাদেশ এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার চেয়ে ভালো দল। তাদের অনেক খেলোয়াড় এখন টি-টোয়েন্টি লিগে খেলে। এটা তাদের কাজে লাগবে। তাছাড়া তারা সবসময় ভয়ঙ্কর দল। নিজেদের দিনে তারা যেকোনো হিসাব পাল্টে দিতে পারে।’
ভারতের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতি নিয়ে হোয়াটমোর বলেন, ‘কোনো সন্দেহ নেই সে (কোহলি) সব ফরম্যাটেই বিশ্বের সেরা ব্যাটসম্যান। তার উপস্থিতি দলের আত্মবিশ্বাস বাড়াতে ভূমিকা রাখে। তবে কোহলির অনুপস্থিতি সত্ত্বেও ভারত শক্তিশালী দল। রোহিত শর্মা দারুণ ফর্মে আছে। ঘরের মাটিতে ভারত সবসময় কঠিন প্রতিপক্ষ। বাংলাদেশের জন্য এটা কঠিন এক পরীক্ষা হবে সন্দেহ নেই।’
আগামী নভেম্বর মাসের ৩ তারিখে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের ভারত সফর। টি-টোয়েন্টি সিরিজ শেষ হলেই মাঠে নামবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ লড়াইয়ে।