স্টাফ রিপোর্টার: বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে ২৭ অক্টোবর রোববার লাকসাম উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। ওইদিন বিকেলে লাকসাম উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল খায়ের। সঞ্চালনা করেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ দলিলুর রহমান মানিক।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের অন্যতম সদস্য আব্দুল আলিম দিদার, মোশারফ হোসেন মজুমদার, মোঃ মনির হোসেন, গোলাম কিবরিয়া সুমন, আব্দুল কাদের, রুহুল আমিন চেয়ারম্যান, গিয়াস উদ্দিন টিটু, মিজানুর রহমান, আনোয়ার হোসেন, পৌর ৪নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আব্দুল কাদের শাহীন প্রমুখ। এসময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা আগামী ১১ নভেম্বর যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী সফল করতে এবং সরকারের চলমান উন্নয়ন কর্মকান্ডের প্রচার-প্রসারে ভূমিকা রাখতে সকলকে আহবান জানান।
নেতৃবৃন্দ অতীতের ন্যায় আগামী দিনেও এলজিআরডি মন্ত্রী মোঃ তাজুল ইসলামের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে এলাকার সার্বিক উন্নয়নে যুবলীগের সক্রিয় ভূমিকার প্রত্যয় ব্যক্ত করেন।