গ্রামীণ ব্যাংকের কর্মচারীদের চাকরিচ্যুত করার তিন মামলায় শান্তিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসকে আগামী ৭ নভেম্বরের মধ্যে আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের যুগ্ম-বেঞ্চ এই নির্দেশ দেন।
এই সময়ের মধ্যে গ্রামীণ ব্যাংকের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালককে গ্রেফতার বা হয়রানি না করারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
এর আগে গ্রামীণ কমিউনিকেশনস নামের প্রতিষ্ঠানের কর্মচারীদের চাকরিচ্যুত করার অভিযোগে দায়ের করা তিন মামলায় গত ৯ অক্টোবর তাকে গ্রেফতারে পরোয়ানা জারি করেন ঢাকার তৃতীয় শ্রম আদালতের চেয়ারম্যান রহিবুল ইসলাম।
এ আদালতের কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান জানিয়েছেন, এ বছরের জুলাই মাসে দায়ের করা মামলা তিনটিতে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে সমন জারি করা হয়েছিল। সমনের জবাব দিতে আদালতে হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্র জানায়, ইউনূস প্রতিষ্ঠিত গ্রামীণ কমিউনিকেশনসে ট্রেড ইউনিয়ন গঠন করার চেষ্টা করেন প্রস্তাবিত গ্রামীণ কমিউনিকেশনস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুস সালাম, একই সংগঠনের প্রচার সম্পাদক শাহ আলম ও সংগঠনটির সদস্য এমরানুল হক। তখন তাদেরসহ বেশ কয়েকজন কর্মচারীকে চাকরিচ্যুত করে প্রতিষ্ঠানটি। এতে তারা ক্ষতিগ্রস্ত হন।
গত ৩ জুলাই তারা তৃতীয় শ্রম আদালতে ড. ইউনূস, প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাজনীন সুলতানা ও উপ-মহাব্যবস্থাপক খন্দকার আবু আবেদীনকে বিবাদী করে মামলা করেন। আদালত তাদের ৯ অক্টোবর হাজির হওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু ড. ইউনূস বাদে বাকি দুজন আদালতে হাজিরা দেন।