ডেস্ক রিপোর্ট: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পাঁচ বছর কারাদণ্ড পাওয়া বিএনপির সংসদ সদস্য হারুন অর রশীদকে (চাঁপাইনবাবগঞ্জ) ৬ মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি মো. শওকত হোসেনের একক বেঞ্চে তার জামিন আবেদন মঞ্জুর হয়।
এর আগে গত সোমবার (২১ অক্টোবর) হারুন অর রশীদকে পাঁচ বছরের কারাদণ্ড প্রদান করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলম। একই সঙ্গে তাকে ৫০ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। রায়ের পর তাকে কারাগারে প্রেরণ করা হয়।
শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা নিয়ে পরবর্তীতে তা বিক্রি করে শুল্ক ফাঁকির অভিযোগে দুদকের মামলায় এই কারাদণ্ড হয় এমপি হারুন অর রশীদের।
এ মামলায় এমপি হারুন ছাড়াও পলাতক আসামি এনায়েতুর রহমান বাপ্পীকে (এমডি, চ্যানেল ৯) ৪০৯ ও ১০৯ ধারায় দুই বছর সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ইশতিয়াক সাদেককে তিন বছর সশ্রম কারাদণ্ড ও ৪০ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়। দুই আসামিই পলাতক রয়েছেন।