স্টাফ রিপোর্টার:
কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনের হেড কোয়ার্টারের ট্রেন পরিচালক মহিউদ্দিনকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে তিন পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও লাকসাম রেলওয়ে ষ্টেশন মাষ্টার কামরুল ইসলাম জানান, গতকাল সোমবার ভোরে ওই ট্রেনটি ঢাকা-চট্টগ্রাম রেল পথের কসবা ইমামবাড়ী রেল ষ্টেশনে দাঁড়ায়। এ সময় স্থানীয় কসবা থানা পুলিশ সদস্যরা টর্চলাইট দিয়ে সিগন্যাল নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ট্রেন পরিচালক মহিউদ্দিনকে এলাপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
রেলমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আতিকুর রহমান জানান, রেল কর্র্তৃপক্ষের অভিযোগের প্রেক্ষিতে গার্ডকে পিটিয়ে আহত করার ঘটনায় জড়িত পুলিশ সদস্য এস আই কামাল, কনষ্টেবল মাজেদুল হক সহ ৩ জনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।
রেলওয়ে পুলিশ কর্তৃক ট্রেনের পরিচালক প্রহৃত হওয়ায় ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রেলওয়ে শ্রমিকলীগ সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন কবির, কার্যকরি সভাপতি শেখ লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক হাবিবুর রহমান আকন্দ।