নাঙ্গলকোট প্রতিনিধি: নাঙ্গলকোটে পানিতে ডুবে মো: হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার পেরিয়া ইউনিয়নের মগুয়া গ্রামে রোববার রাত আনুমানিক ৮ টায় তার লাশ পুকুরে ভাসতে দেখে স্থানীয়রা। হাছান ওই গ্রামের স’মিল শ্রমিক রমজান আলীর পুত্র। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে রাত পৌনে ১২টায় জানাযা শেষে তাকে দাফন করে।
জানাযায়, মগুয়া গ্রামের রমজান আলীর ৪ সন্তানের মধ্যে হাছান দ্বিতীয়। হাছান জন্মের কয়েক বছর পর থেকে মৃগী রোগে আক্রান্ত হয়। এরপর থেকে মাঝে মধ্যে তার মৃগী রোগ দেখা দিতো। রোববার সকালে হাছান বাড়ীর পাশে একটি ফসলী জমিতে মাছ ধরে। মাছ ধরা শেষে সে সাড়ে ১১ টার দিকে বাড়ীতে মাছ রেখে বের হয়ে যায়। তার পরিবারের লোকজন স্থানীয় বাজারে কোন কাজ করতে চলে গেছে মনে করে। রাত ৮টায় স্থানীয়রা পুকুরে তার লাশ ভাসতে দেখে উদ্ধার করে।
মৃত হাসানের মা কাজল বেগম জানান, আমার মনে হয় হাছান মাছ ধরে হাত-পা পরিস্কার করতে পুকুর ঘাটে যায়। সেখানে সে মৃগী রোগে আক্রান্ত হয়ে পনিতে পড়ে যায়। রাতে আমরা তার মৃত দেহ উদ্ধার করে দাফন করি।
নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, এব্যাপারে আমি অবগত নই। বিষয়টি খোঁজ নিচ্ছি।