বাংলাদেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সন্তোষজনক মন্তব্য করে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত রেন্সজে তেরিংক বলেছেন, কৌশলগত সম্পর্কের জন্য একটি দেশের স্থিতিশীলতা জরুরি।
মঙ্গলবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ-কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সাথে সাক্ষাৎকালে এই মন্তব্য করেন তিনি। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগে উপ-কমিশনারের কার্যালয়ে এই সোজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এ বিষয়ে রেন্সজে তেরিংক বলেন, ‘সুরক্ষা আমাদের প্রতিদিনের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ।’
প্রসঙ্গত, সম্প্রতি ইউরোপ-এশিয়া পরিকল্পনা ঘোষণা করেছে ইইউ, যার মাধ্যমে এই দুই মহাদেশের মধ্যে ভৌত কানেক্টিভিটি, জ্বালানি কানেক্টিভিটি, ডিজিটাল কানেক্টিভিটি ও মানুষে মানুষে কানেক্টিভিটির ওপর জোর দেওয়া হয়েছে।
বাংলাদেশ-ইইউ’র সম্পর্ক ১৯৭৩ থেকে শুরু। তখন থেকে তারা বাংলাদেশের উন্নয়ন, অর্থনীতি ও সুশাসনের জন্য সহায়তা দিয়ে আসছে। বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার ইইউ’র দেশগুলো। ইইউ-এর বাজারে বাংলাদেশ শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা ভোগ করে।