এমএসআই জসিম: কুমিল্লার লাকসামে এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি ব্যাংক) এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার হাজী মোকাছোদ আলী টাওয়ারে বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাকসাম পৌরসভা মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়ের। বিশেষ অতিথি ছিলেন, ভাইয়া গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের পরিচালক মোঃ শাহাদাত হোসেন আলী মুরাদ। এনআরবিসি ব্যাংক লাকসাম শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, লাকসাম বাজার কাপড় ও গার্মেন্টস ব্যবসায়ী সমিতির সভাপতি অহিদ উল্লাহ বাচ্চু, সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, ব্যবসায়ী প্রবীর সাহা, শেখ মোঃ শাহজাহান প্রমুখ।
অনুষ্ঠানে এনআরবিসি ব্যাংকের ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন বলেন, এনআরবিসি একটি সফল ব্যাংক। ব্যাংকের সেবা গ্রহণের জন্য তিনি সকলের প্রতি আহবান জানান।