শাহ নুরুল আলম/ওমর ফারুক: কুমিল্লার লাকসাম পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থাণীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি বলেন, সু-শাসন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশে শুদ্ধি অভিযানের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধ ও সু-শাসন প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার লাকসাম বাজারের প্রধান সড়ক নোয়াখালি রেলগেইট হতে ছিলনিয়া ব্রীজ পর্যন্ত রিজিড পেভমেন্ট ও ফ্লেক্সিবল পেভমেন্ট কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, দারিদ্র বিমোচন ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। দারিদ্রের হার কমিয়ে মাথাপিছু আয় বাড়ানোর লক্ষ্যে সরকার কাজ করছে। অল্প কিছু সময়ের মধ্যে এ দেশের মানুষকে দারিদ্রমুক্ত করা হবে। কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সারাদেশে ১শ’ টি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করা হবে। সরকারের এ আমলেই শতভাগ উন্নয়ন পৌঁছে যাবে সবার ঘরে ঘরে। দেশের সুবিধা বঞ্চিত ও প্রান্তিক জনগোষ্ঠির উন্নয়নেও বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে। উন্নয়নের বাংলাদেশ এখন বিশ্বের কাছে রোল মডেল।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী লাকসামের উন্নয়ন বিষয়ে বলেন, লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকায়ন করা হবে। সামনিরপুল এলাকায় ডাকাতিয়া নদীর উপর ব্রিজকে হাতিরঝিলের আদলে দৃষ্টিনন্দিত করা হবে এবং লাকসাম নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজে ১শ’ কোটি উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, সরকারের উন্নয়ন সহযোগিতার জন্য জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা জনগণের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করলে আগামী দিনগুলোতে দেশ আরো দ্রুত এগিয়ে যাবে। দলের ভাবমূর্তি নষ্ট হয় কাউকে এমন কোন কাজ করা যাবে না। জনগণের সেবা করার মানসিকতা তৈরি করতে হবে।
লাকসাম পৌর মেয়র অধ্যাপক আবুল খায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইউনুছ ভূঁইয়া, সওজ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহাদ উল্লাহ, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তাবারক উল্লাহ কায়েস, লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. রফিকুল ইসলাম হিরা, লাকসাম পৌরসভা প্যানেল মেয়র-১ বাহার উদ্দিন বাহার, প্যানেল মেয়র-২ মোঃ আবদুৃল আলিম দিদার, পৌর কাউন্সিল মোহাম্মদ উল্লাহ, খলিলুর রহমান, মোঃ ওমর আলী, শাহ আলম, মোঃ শাহাজাহান মজুমদার, আফতাব উল্লাহ চৌধুরী ঝন্টু, গোলাম কিবরিয়া সুমন, মহিলা কাউন্সিলর সালমা আক্তার সুমি, নাছিমা সুলতানা, মোশফেকা আলম মিতা, পৌর সচিব মোঃ আলাউদ্দিন, হিসাব রক্ষন কর্মকর্তা আখতার হোসেন, লাকসাম উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক দলিলুর রহমান মানিক, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিন শামীম চেয়ারম্যান, সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব ওমর ফারুক চেয়ারম্যান, জাতীয় শ্রমিকলীগের লাকসাম উপজেলা সভাপতি মোঃ শাহজাহান, যুবলীগ নেতা মোশারফ হোসেন মজুমদার, মনির হোসেন, দ্বীন মোহাম্মদ লিটন, মাহবুব মোর্শেদ ফারুক, উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ন.ফ সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পায়েল কবির প্রমুখ। অনুষ্ঠানে লাকসামের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি এবং স্থানীয় আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ওইদিন স্থাণীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি (এঅচ) এর আওতায় লাকসাম পৌরসভা কর্তৃক লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী অভিভাবকদের জন্য নির্মিত অপেক্ষাগারেরও শুভ উদ্বোধন করেন।