দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে বহু কাঙ্ক্ষিত ভারত সফরের প্রথম টি-টুয়েন্টিতে আজ স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টা ৩০ মিনিটে। তবে সবকিছু ছাপিয়ে আজকের ম্যাচে চিন্তার বিষয় দিল্লির আবহাওয়া। বিশ্বের সবচেয়ে দূষিত নগরী দিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আজকের এই ম্যাচ। যেখানে ধূলিকণা ও ধোঁয়ার দরুণ আকাশে দেখা যায় না সূর্য। তবে বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেছেন, ‘প্রকৃতির উপরে তো কারো হাত নেই, তাই আবহাওয়া যেমনই হোক আমরা আমাদের সেরাটাই দিতে চাই।’
দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে এই সিরিজে পাচ্ছেনা টাইগাররা। তাই এই দুইজন মহাতারকাকে ছাড়াই শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামতে হচ্ছে টাইগারদের। তাই দলের অন্যান্য সদস্যরাও নিজেদের সর্বচ্চোটা দিতে প্রস্তুত। অন্যদিকে ভারতও তাদের নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া, জাস্প্রিত বুমরাহদের ছাড়াই মাঠে নামছে। তারপরেও ঘরের মাঠে ভারতের এই দল যথেষ্ট শক্তিশালী। তাদের বিপক্ষে জয় পেতে হলে নিজেদের সেরাটাই দিতে হবে বাংলাদেশকে।
টাইগারদের জন্য আজ বাজির ঘোড়া হতে পারেন ওপেনার লিটন কুমার দাস ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ভারতের বিপক্ষে গত বছর এশিয়া কাপে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকিয়েছিলেন লিটন। সেই স্মৃতি অবশ্যই তাকে আত্নবিশ্বাস যোগাবে। এছাড়া টি-টুয়েন্টিতে বাংলাদেশকে বরাবরই ভালো শুরু দেন লিটন। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে তার স্ট্রাইকরেটই সর্বোচ্চ। অন্যদিকে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের পছন্দের প্রতিপক্ষ ভারত। ভারতকে সামনে পেলেই যেন ছন্দ ফিরে পান তিনি। ভারতের বিপক্ষে নিজের সর্বশেষ ম্যাচেও ৫ উইকেট নিয়েছিলেন কাটার মাস্টার। নিজের ৪ টি ফাইফারের মধ্যে ৩ টি নিয়েছেন ভারতের বিপক্ষে। যদিও সেগুলো ওয়ানডেতে। তারপরেও সেই সুখস্মৃতি অবশ্যই তাকে আত্নবিশ্বাস যোগাবে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, সৌম্য সরকার মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব, তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান এবং শফিউল ইসলাম।
সম্ভাব্য ভারতীয় একাদশ: রোহিত শর্মা, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, শিবম দুবে, ক্রুণাল পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, যুজভেন্দ্র চাহাল ও খলিল আহমেদ।