ভারতের জম্মু-কাশ্মীরে গ্রেনেড হামলায় কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। সোমবার দুপুরের দিকে হামলার ঘটনাটি ঘটেছে শ্রীনগর বাজারে। পুলিশ সূত্রে খবর হরি সিং উচ্চ সড়কে এই গ্রেনেড বিস্ফোরণটি হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত এক সপ্তাহের মধ্যে এনিয়ে দ্বিতীয়বার এই গ্রেনেড হামলার ঘটনা ঘটলো। গত ২৮ অক্টোবর উত্তর কাশ্মীরের সোপর টাউনে জঙ্গিদের ছোঁড়া গ্রেনেডেই ১৫ জন নাগরিক আহত হয়। জম্মু-কাশ্মীরে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সংসদীয় প্রতিনিধি দলের সফরের ঠিক আগের দিন হোটেল প্লাজার সামনে ওই গ্রেনেড বিস্ফোরণ হয়।