বুরকিনা ফাসোতে একটি সোনার খনির কর্মীদের বহনকারী গাড়িবহরে হামলায় কমপক্ষে ৩৭ জন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৬০ জন।
বুধবার সকালে কর্মীদের বহনকারী গাড়িবহরে বন্দুকধারীদের এ চোরাগোপ্তা হামলা চালানো হয়। হতাহতরা সবাই কানাডিয়ান খনি কোম্পানি সেমাফোর স্থানীয় কর্মী।
দেশটির পূর্বাঞ্চলের গভর্নর সাইদোউ সানোউ এক বিবৃতিতে বলেন, বুধবার সকালে অজ্ঞাত সশস্ত্র বাহিনীর লোকজন এ হামলা চালিয়েছে।
গত ১৫ মাসে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে সেমাফোর কর্মীদের ওপর এ নিয়ে তিনবার ভয়াবহ হামলার ঘটনা ঘটল। স্থানীয় কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই ওই অঞ্চলে জিহাদি গোষ্ঠীগুলোর সঙ্গে লড়াই করে চলছে। সেখানে এসব বিদ্রোহীদের হামলায় শত শত মানুষ প্রাণ হারিয়েছে।