ক্রীড়া যেস্ক: আশা জাগিয়ে সিরিজ জিততে পারলো না টাইগাররা। ম্যাচ শুরুর আগেই জানা ছিল জিতলেই হবে ইতিহাস, মিলবে প্রথমবারের মতো ভারতকে তাদেরই মাটিতে তিন ম্যাচের সিরিজে হারানোর গৌরব। কাজটা সহজ ছিল না একদমই। মাঠে প্রতিপক্ষ ১১ খেলোয়াড়, সঙ্গে গ্যালারিতে উপস্থিত প্রায় হাজার চল্লিশেক দর্শক।
নানা প্রতিকূল অবস্থার মধ্যেই সিরিজটি খেলতে নেমেছিল বাংলাদেশ। যার শেষ ম্যাচে সমীকরণ দাঁড়ায় জিততে পারলেই হবে ইতিহাস। তরুণ নাইম শেখের সাহসী ব্যাটিংয়ে সে পথে অনেকদূর এগিয়ে গিয়েছিল টাইগাররা। কিন্তু শেষ পর্যন্ত পরিণতি হয়েছে প্রতিবারের মতোই, তীরে এসে তরী ডোবানো।
ভারতের করা ১৭৪ রানের বিপরীতে বাংলাদেশের ইনিংস থেমেছে ১৪৪ রানে। দ্বিপক চাহার ও শিভাম দুবের দুর্দান্ত বোলিংয়ে ৩০ রানের সহজ জয়েই ২-১ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত। ধরে রেখেছে ঘরের মাঠে চার বছর ধরে তিন ম্যাচের সিরিজে না হারার রেকর্ড।
অথচ নাইম শেখ ও মোহাম্মদ মিঠুনের তৃতীয় উইকেট জুটিতে দারুণ এক জয়ের পথেই এগুচ্ছিলো বাংলাদেশ দল। ইনিংসের তৃতীয় ওভারেই দুই ড্যাশিং ব্যাটসম্যান লিটন দাস ও সৌম্য সরকার ফিরে গেলে দলের হাল ধরেন তরুণ নাইম ও সিরিজে প্রথমবার সুযোগ পাওয়া মিঠুন।
দুজন মিলে মাত্র ৬১ বলে যোগ করেন ৯৮ রান। যেখানে মূলত সঙ্গ দেয়ার দায়িত্বে ছিলেন মিঠুন। কিন্তু ১৩তম ওভারের শেষ বলে ২৯ বলে ২৭ রান করে মিঠুন আউট হওয়ার পরই বদলে যায় সব সমীকরণ। আউটের মিছিলে যোগ দেন মুশফিক, মাহমুদউল্লাহ, আফিফ ধ্রুবরা। যার ফলে শেষপর্যন্ত মেলে ৩০ রানের পরাজয়।
তবে রান তাড়া করতে নেমে শুরুটা একদমই ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসেই চতুর্থ ও পঞ্চম বলে যথাক্রমে লিটন দাস (৮ বলে ৯) ও সৌম্য সরকারকে (১ বলে ০) সাজঘরে ফেরত পাঠান দ্বীপক চাহার। প্রথম ৫ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮ রান।
পাওয়ার প্লে’র শেষ ওভারের থেকেই ঘুরে দাঁড়াতে শুরু করেন নাইম ও মিঠুন। আগের দুই ম্যাচে ভারতের সেরা বোলার ইয়ুজভেন্দ্র চাহালের করা ওভার থেকে তুলে নেন ১৫ রান। শিভাম দুবের করা পরের ওভারে আসে আরও ১২ রান। এ দুই ওভার থেকেই মূলত সাহসটা পেয়ে যান এ দুই ব্যাটসম্যান।
এরপর দেখেশুনে খেলে ১০ ওভারে দলীয় সংগ্রহটাকে ২ উইকেটে ৭৪ রানে নিয়ে যান নাইম ও মিঠুন। ফলে শেষ ওভারে জয়ের জন্য বাকি থাকে ১০১ রান। পরের দুই ওভারে হুট করেই আক্রমণাত্মক খেলতে শুরু করেন নাইম। ওয়াশিংটন সুন্দরের করা ১১তম ওভারে আসে ১৭ এবং চাহালের করা পরের ওভার থেকে হয় আরও ১৫ রান।
১০ ওভারে ৭৪ থেকে ১২ ওভারে টাইগারদের দলীয় সংগ্রহ পৌছায় ১০৬ রানে। এরই মাঝে নিজের তৃতীয় ম্যাচেই টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নেন নাইম শেখ। মারমুখী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নিতে থাকেন দুর্দান্ত এক জয়ের পথে।
কিন্তু ১৩তম ওভারে দ্বিতীয়বারের মতো আক্রমণে এসেই বাংলাদেশের জয়ের স্বপ্ন কেড়ে নিতে শুরু করেন দ্বীপক চাহার। সেই ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন নাইমকে দারুণ সঙ্গ দেয়া মোহাম্মদ মিঠুন। আউট হওয়ার আগে করেন ২৯ বলে ২৭।
মিঠুন ফিরলেও টাইগারদের চিন্তার কারণ ছিলো না। কেননা তখনও অক্ষত ছিলেন মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুবরা। কিন্তু কিসের কী! মিঠুন আউট হন ১৩তম ওভারের শেষ বলে, ঠিক পরের ডেলিভারিতেই অর্থাৎ ১৪তম ওভারের প্রথম বলেই সরাসরি বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুশফিক।
তবু ভরসা ছিলো অধিনায়ক মাহমুদউল্লাহর ওপর। আর একপাশে তখনও অবিচল নাইম। কিন্তু ১৬তম ওভারে আর নাইমকে টিকে থাকতে দেননি এ সিরিজেই অভিষেক হওয়া শিভাম দুবে। পরপর দুই বলে তিনি আউট করেন নাইম শেখ ও আফিফ হোসেন ধ্রুবকে। আউট হওয়ার আগে ১০ চার ও ২ ছয়ের মারে ৪৮ বলে ৮১ রান করেন নাইম। রানের খাতাই খুলতে পারেননি আফিফ।
নাইম-মিঠুনের জুটিতে ২ উইকেটে ১১০ রান পর্যন্ত যাওয়া বাংলাদেশ হুট করেই তিন ওভারের ব্যবধানে পরিণত হয় ৬ উইকেটে ১২৬ রানের দল। সেখানে থেকে জয়ের জন্য করতে হতো ২৪ বলে ৪৯ রান। কিন্তু অধিনায়ক মাহমুদউল্লাহ ইয়ুজভেন্দ্র চাহালের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৫০তম শিকারে পরিণত হয়ে সাজঘরের পথ ধরলে শেষ হয়ে যায় সকল আশা।
মাহমুদউল্লাহর বিদায়ের সঙ্গেই ভারতের জয় একপ্রকার নিশ্চিত হয়ে যায়। তবে তখনও বাকি ছিলো চাহারের বিশ্বরেকর্ড গড়া। যার শুরুটা তিনি করেন ইনিংসের ১৮ ও নিজের তৃতীয় ওভারের শেষ বলে শফিউল ইসলামকে আউট করার মাধ্যমে।
এরপর নিজের ও ইনিংসের শেষ ওভার নিয়ে আসেন চাহার। সেই ওভারের প্রথম বলে ফেরান মোস্তাফিজুর রহমানকে এবং পরের বলে আমিনুল ইসলাম বিপ্লবকে সোজা বোল্ড করে পূরণ করেন নিজের হ্যাটট্রিক। তখন তার বোলিং ফিগার ৩-২-০-৭-৬!
আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে এত কম রানে ৬ উইকেট নেয়ার রেকর্ড নেই আর কারো। এতদিন ধরে ৮ রানে ৬ উইকেট নিয়ে বিশ্বরেকর্ড নিজের দখলে রেখেছিলেন শ্রীলঙ্কান স্পিনার অজান্থা মেন্ডিস। তাকে এবার দুইয়ে নামিয়ে দিলেন চাহার।
এছাড়াও ভারতের প্রথম এবং বিশ্বের ১১তম বোলার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে হ্যাটট্রিক তুলে নেন চাহার। তার বোলিং তাণ্ডবে ছারখার হয়ে বাংলাদেশের ইনিংস থামে ১৯.২ ওভারে, ১৪৪ রানে। সিরিজ নির্ধারণী ম্যাচটি ৩০ রানের জিতে নেয় ভারত।
এর আগে অঘোষিত এই ফাইনালে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অধিনায়কের মুখে হাসি ফুটিয়ে শুরুতেই ভারতের দুই ওপেনার রোহিত শর্মা আর শিখর ধাওয়ানকে চেপে ধরেন টাইগার বোলাররা। প্রথম ওভারে ভারত তুলতে পারে মাত্র ৩ রান।
দ্বিতীয় ওভারে বল হাতে সেই চাপটা আরও বাড়িয়ে তুলেন শফিউল ইসলাম। প্রথম টি-টোয়েন্টির মতোই দুর্দান্ত এক ডেলিভারিতে রোহিত শর্মাকে পরাস্ত করেন ডানহাতি এই পেসার। তার ওভারের তৃতীয় ডেলিভারিটি রোহিতের ব্যাটে লেগে উপড়ে যায় লেগ স্ট্যাম্প। ফলে ৬ বলে মাত্র ২ রান করে সাজঘরের পথ ধরেন ভারতীয় অধিনায়ক।
দ্বিতীয় উইকেটে সেই ধাক্কা কিছুটা সামলে ওঠেছিলেন ধাওয়ান আর লোকেশ রাহুল। তাদের ৩২ রানের জুটিটিও ভাঙেন শফিউল। ইনিংসের ষষ্ঠ ওভারে তাকে তুলে মারতে গিয়ে ডিপ মিডউইকেটে মাহমুদউল্লাহর ক্যাচ হন ধাওয়ান। ১৬ বলে ৪ বাউন্ডারিতে করেন ১৯ রান।
ওই ওভারেই আরও একটি উইকেট পেতে পারতেন শফিউল। স্কয়ারে সহজ এক ক্যাচ তুলে দিয়েছিলেন শূন্য রানে থাকা আয়ার, কিন্তু আমিনুল ইসলাম বিপ্লব হাতে নিয়েও সেই ক্যাচটি ধরে রাখতে পারেননি।
এই আয়ারকে নিয়েই তৃতীয় উইকেটে বড় জুটি গড়ে তুলেন রাহুল। ৩৩ বলেই তুলে নেন হাফসেঞ্চুরি। ৪০ বলে তাদের ৫৯ রানের জুটিটি চোখ রাঙাচ্ছিল।
ইনিংসের ১৩তম ওভারে আবারও বল হাতে নেন আল আমিন। ওই ওভারের প্রথম বলেই মিডঅফে তুলে মারতে গিয়ে লিটন দাসের ক্যাচ হন রাহুল। ৩৫ বলে ৭ বাউন্ডারিতে তিনি করেন ৫২ রান।
তবে জীবন পাওয়া আয়ার এরপরই খোলস ছেড়ে বেরিয়ে আসেন। ক্যারিয়ারের প্রথম ফিফটিটা তুলে নেন ২৭ বলেই। এর মধ্যে ১৫তম ওভারে আফিফ হোসেনকে প্রথম তিন বলে হাঁকান টানা তিন ছক্কা।
আয়ার-রিশাভ পান্তের জুটি থেকে ৪ ওভারেই আসে ৪৫ রান। তবে এই জুটিতে পান্তের অবদান বলতে গেলে ছিলই না। টুকটুক করে এগিয়ে যাওয়া ভারতের উইকেটরক্ষক এই ব্যাটসম্যান ১৭তম ওভারে এসে বোল্ড হন সৌম্য সরকারের স্লোয়ারে। ৯ বলে করেন মাত্র ৬ রান।
ওই ওভারেই ভয়ংকর আয়ারকেও সাজঘরের পথ দেখান সৌম্য। ৩৩ বলে ৩ বাউন্ডারি আর ৫ ছক্কায় ৬২ রান করে লং অফে লিটন দাসের ক্যাচ হন আয়ার। তবে ততক্ষণে বড় সংগ্রহের ভিত গড়া হয়ে গেছে ভারতের।
১৯তম ওভারে দারুণ বোলিং করেন আল আমিন। দেন মাত্র ৬ রান। ওভারের চতুর্থ বলে তো নিজের দ্বিতীয় উইকেটটাও পেতে পারতেন, মিডউইকেটে শুভাম দুবের সহজ ক্যাচ যদি ড্রপ না হতো। এবারও ক্যাচ ফেলে দেন সেই বিপ্লব।
দুবে অবশ্য জীবন পেয়েও তেমন কিছু করতে পারেননি। ৮ বলে অপরাজিত থাকেন ৯ রানে। সঙ্গী মনিশ পাণ্ডে শেষের কাজটা করে দিয়েছেন। ১৩ বলে তিনি নটআউট থাকেন ২২ রানে।
বাংলাদেশের পক্ষে বল হাতে সবচেয়ে সফল ছিলেন ‘পার্টটাইমার’ সৌম্য সরকার। ৪ ওভারে ২৯ রান খরচায় তিনি নেন ২ উইকেট। ২টি উইকেট শিকার শফিউলেরও।