ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত ও শতাধিক আহত হবার খবর পাওয়া গেছে। জানা যায়, তুর্ণা নিশীথার সাথে উদয়ন এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে ঘটে। তাৎক্ষণিক ভাবে নিহত আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। মর্মান্তিক এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি এডভোকেট আব্দুল হামিদ।
আজ মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে পৌঁছেছে রিলিফ ট্রেন। উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস। এই ঘটনায় চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক বিডি২৪লাইভকে বলেন, আমি ঘটনাস্থলে রয়েছি। উদ্ধার কাজে কোন ধরণের ত্রুটি থাকবে না। আহত ৪০ জনকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ শনাক্ত চলছে।
তিনি আরও বলেন, এই ঘটনায় ইতোমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুর্ঘটনার আসল কারণ আমরা খুঁজে বের করার চেষ্টা করছি।