ফারুক আল শারাহ: বিভক্ত কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপিতে ঐক্যের সুর বেজে উঠেছে। বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির দুই শীর্ষ নেতা কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম ও আবুল কালাম এর মধ্যে ঐক্য হওয়ায় এখানে সহসা ঘোষণা হতে যাচ্ছে বিএনপি’র তিন ইউনিটের আহবায়ক কমিটি। এতে স্থানীয় নেতা-কর্মীদের মধ্যে প্রাণ-চাঞ্চল্যতা দেখা দিয়েছে। কমিটিতে কাঙ্খিত পদ পেতে স্থানীয় দুই ডজন নেতা তৎপর রয়েছেন।
জানা যায়, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি’র নেতৃত্বে রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম ও শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালাম। বিগত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব মুহুর্তে দুই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে দুই নেতার প্রকাশ্যে বিরোধ ছিল। বিরোধের জেরে দীর্ঘদিন পৃথকভাবে কেন্দ্রীয় ও স্থানীয় কর্মসূচি পালিত হয়। রাজনৈতিক আধিপত্য নিয়ে দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে একাধিকবার সংঘর্ষের ঘটনাও ঘটেছিল। লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের কমিটি আবুল কালামের অনুকূলে থাকলেও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র হাইকমান্ডের সিদ্ধান্তে মনোনয়ন লাভ করেন কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম।
নির্বাচনে পর সাংগঠনিকভাবে স্থানীয় বিএনপি’র রাজনীতি কিছুটা ঝিমিয়ে থাকলেও সাম্প্রতিক আবার সরগরম হয়ে উঠছে। কেন্দ্রীয় বিএনপি’র দুই নেতা কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম ও আবুল কালাম এর মধ্যে দূরত্ব কমেছে। ইতোমধ্যে দুই নেতা একাধিকবার একই টেবিলে বসে স্থানীয় বিএনপিতে ঐক্যের সুর তুলেছেন। তাদের ফলপ্রসূ সমঝোতায় অচিরেই ঘোষণা হতে যাচ্ছে লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি।
সূত্র জানায়, স্থানীয় বিএনপি’র দুই শীর্ষ নেতার সমঝোতায় ইতোমধ্যে সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা নুরুন্নবী চৌধুরীকে লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মফিজুর রহমানকে লাকসাম পৌরসভা ও বিএনপি নেতা আবু ইউসুফ ভূঁইয়াকে মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক পদে চূড়ান্ত করা হয়েছে।
যুগ্ম আহায়ক ও সদস্য সচিব পদে লাকসাম উপজেলায় বিএনপি নেতা আবদুর রহমান বাদল, তাজুল ইসলাম খোকন ও শাহ আলম, লাকসাম পৌরসভায় গোলাম ফারুক, বেলাল রহমান মজুমদার, আবুল হোসেন মিলন ও মনির আহমেদ, মনোহরগঞ্জ উপজেলায় শরীফ হোসেন, সরওয়ার জাহান দোলন ও মাসুদুল আলম বাচ্চু সম্ভাব্য তালিকায় আলোচনায় রয়েছেন।
কেন্দ্রীয় ও স্থানীয় বিএনপি’র যাছাই-বাছাই শেষে সহসা তিন ইউনিট বিএনপি’র আহবায়ক কমিটি ঘোষণা করা হবে বলে জানা গেছে। তবে, বিএনপি’র হাইকমান্ডের সিদ্ধান্ত মোতাবেক আহবায়ক পদে যারা থাকবেন তারা সম্মেলনে প্রার্থী হতে পারছেন না। এক্ষেত্রে সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার জন্য এ তিন ইউনিটে দুই ডজনেরও বেশি নেতা আলোচনায় রয়েছেন। ইতোমধ্যে তাদের কেউ কেউ প্রত্যাশিত পদ পেতে তৃণমুলের নেতা-কর্মীদের যোগাযোগের পাশাপাশি লবিং শুরু করেছেন।
এদিকে, বিএনপি’র দুই কেন্দ্রীয় নেতা কর্ণেল (অব.) এম. আনোয়ারুল আজিম ও আবুল কালাম একই টেবিলে বসে সমঝোতার ভিত্তিতে কমিটি চূড়ান্ত করার সংবাদে মাঠ পর্যায়ের নেতা-কর্মীরা মহাখুশি। তাদের মধ্যে দেখা দিয়েছে প্রাণ-চাঞ্চল্যতা। তবে এক্ষেত্রে কিছুটা অখুশি স্থানীয় বিএনপিতে গ্রুপিংয়ের নেতৃত্বদানকারী দুই গ্রুপের দুই শীর্ষ নেতা। দলে পুরনো বিভক্তি রেখে তারা স্থানীয় রাজনীতির আধিপত্য ধরে রেখে ব্যক্তিগতভাবে লাভবান হতে চান বলে অভিযোগ উঠেছে। এতে ওই দুই নেতার উপর ক্ষুব্ধ তৃণমুলের নেতা-কর্মীরা। ওই দুই নেতাকে বাদ দিয়েই আহবায়ক কমিটি গঠনের দাবি নেতা-কর্মীদের।
আহবায়ক কমিটি গঠন বিষয়ে জানার জন্য বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক আবুল কালামের এর মোবাইলে চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কর্ণেল (অব.) এম. আনোয়ার উল আজিম সময়ের দর্পণকে জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া বিএনপি পাঁচ বার জনগণের ভোটে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। সাবেক সফল প্রধানমন্ত্রী-দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য নেতৃত্বে ৯ বছর আপোসহীন সংগ্রামের মধ্য দিয়ে এ দেশে গণতন্ত্র ফিরে এসেছিল। আজ ‘মাদার অব ডেমোক্রেসি’ খ্যাত বেগম খালেদা জিয়া কারাবন্দি। দলের নেতা-কর্মীরা মামলা-হামলার শিকার। চলমান প্রেক্ষাপটে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারামুক্ত করতে এবং তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে আমাদেরকে অবশ্যই ত্যাগ স্বীকার করতে হবে। সকল ভেদাভেদ ভূলে নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপি’র রাজনীতিতে আমি কোন দ্বন্দ্ব-গ্রুপিং প্রত্যাশা করিনা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় দলকে সুশৃঙ্খল, ঐক্যবদ্ধ ও শক্তিশালী করতে চাই। এ লক্ষ্য বাস্তবায়নে সকলের সমন্বয়ে লাকসাম উপজেলা, লাকসাম পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটি সহসা ঘোষণা হবে বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। এ জন্য সকলের সহযোগিতা কামনা করছি।