কেফায়েত উল্লাহ মিয়াজী: নাঙ্গলকোটে বিদুৎস্পৃষ্টে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পেরিয়া ইউনিয়নের মগুয়া বাজার সংলগ্ন নুরুল ইসলামের ছেলে প্রবাসী জসিম উদ্দিনের দ্বিতল ভবনের ছাদের কাজ করার সময় একটি লোহার রড বিদ্যুতের তারে লেগে গিয়ে ঘটনাস্থলে নির্মাণ শ্রমিক মো: বাদল (২৬) নিহত হয়। এ সময় বাদলের সহকারী পারভেজ হোসেন (১৮) গুরুতর আহত হয়।
জানা যায়, উপজেলার মগুয়া গ্রামের প্রবাসী জসিম উদ্দিনের নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলার ছাদের কাজ করার সময় পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনে একটি লোহার রড লেগে গিয়ে ঘটনাস্থলে লাকসাম উপজেলার নরপাটি দাসপাড়া গ্রামের সোলাইমানের ছেলে মো: বাদল মারা যান। স্থানীয়রা উদ্ধার করে মগুয়া বাজারে পল্লী চিকিৎসক শাহ আলমের নিকট নিয়ে গেলে বাদলকে মৃত ঘোষণা করে। পরে তাকে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার মৃত বলে নিশ্চিত করেন। বাদলকে বাঁচাতে গিয়ে তার সহকারী একই উপজেলার ফুলগাঁও গ্রামের আব্দুল লতিফের ছেলে পারভেজ হোসেন গুরুতর আহত হয়। গুরুতর আহত পারভেজ হোসেনকে প্রথমে লাকসাম ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়।
ভবনের মালিক জসিম উদ্দিন বলেন, কাজ করতে গিয়ে বৈদ্যুতিক তারে রড লেগে বাদল মারা যায়। এসময় আরো এক শ্রমিক আহত হয়। আমরা দু’শ্রমিককে হাসপাতালে পাঠাই।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবির বলেন, বিষয়টি আমি শুনেছি। খবর নিয়ে জানলাম বৈদ্যুতিক তারে লোহার রড লেগে এক শ্রমিক মারা যায়।
এব্যাপারে নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ মামুন অর রশিদ জানান, আমি বিষয়টি অবগত নই । কেউ অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা