মাসুদুর রহমান: লাকসাম উত্তরদা ইউনিয়নের চন্দনা বড় বাড়ি নুরানী ও হাফেজিয়া মাদরাসার নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা প্রতিষ্ঠানটি ভিত্তিপ্রস্তর স্থাপন করনে উপজলো পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহব্বত আলী।
ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উত্তরদা ইউনয়নি পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক তোফাজ্জল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক প্রভাষক মঞ্জুরুল আলম, সহ-সভাপতি কাজী নুরুল আমিন, সাংবাদিক নাসির উদ্দিন চৌধুরী, নুর উদ্দিন জালাল আজাদ, ইউনিয়ন যুবলীগের সভাপতি মিজানুর রহমান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক খন্দকার মোঃ রিয়াদ হোসেন প্রমুখ।
ভিত্তি প্রস্তর স্থাপন শেষে প্রয়াত ভাষা সৈনিক আব্দুল জলিলের কবর জিয়ারত করেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহব্বত আলীসহ অন্যান্য অতিথিরা।