সেলিম চৌধুরী হীরা: কুমিল্লার লাকসাম পৌর শহর দৌলতগঞ্জ বাজারে প্রশাসন হঠাৎ করে ঝটিকা অভিযান চালালে ২০০ টাকা কেজি পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১০০ টাকায়।
স্হানীয় একাদিক সুত্র জানায়, আজ (১৯ নভেম্বার) সকাল থেকে লবনের মূল্য বৃদ্দির গুজব নাটকীয় মোড় নেয়৷ বাজারের একাদিক সুত্রের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার এ কে এম সাইফুল আলম, বিএসটিআই কর্মকর্তা জিয়াউল হক ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন যৌথ ভাবে হঠাৎ করে লাকসাম বাজারের অলি গলিতে ঝটিকা অভিযান চালালে তাৎক্ষনিক ২০০ টাকার পেঁয়াজ প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি, লবন ৩০ টাকা এবং অন্যান্য পন্যের মূল্য স্থিতিশীল হয়ে পড়ে।
ভোক্তার খুশী হলেও, বলছেন বাজার মনিটারিং প্রশাসনের আরো ৪/৫ দিন আগে নামার প্রয়োজন ছিলো। তারা আরো বলেন অভিযানের সফলতা কতটুকু প্রভাব ফেলবে নিত্য পন্যের বাজার তা এখন দেখার বিষয়৷