স্টাফ রিপোর্টার: কুমিল্লা দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর কমিটি অনুমোদিত হয়েছে। ঘোষিত কমিটিতে নুরে আলম ভূঁইয়া টুটুলকে সভাপতি, আমিমুল ইহসান রনিকে সাধারণ সম্পাদক এবং সাংবাদিক মোজাম্মেল হক আলমকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়। মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র/আহবায়ক অধ্যাপক ড. আ. ক. ম জামাল উদ্দীন কমিটির অনুমোদন দেন। কমিটির নেতৃবৃন্দকে আগামী একমাসের মধ্যে মুক্তিযুদ্ধ মঞ্চ কুমিল্লা দক্ষিণ জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়।
নবগঠিত কুমিল্লা দক্ষিণ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সভাপতি নুরে আলম ভূঁইয়া টুটুল বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ ভূমিকা পালনকারী মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের অধিকার প্রতিষ্ঠায় মুক্তিযুদ্ধ মঞ্চ সততা ও নিষ্ঠার সাথে কাজ করে যাবে। কুমিল্লা দক্ষিণ জেলা কমিটি অনুমোদন দেয়ায় তিনি মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র/আহবায়ক অধ্যাপক ড. আ. ক. ম জামাল উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। সংগঠনকে গতিশীল করতে তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।