স্টাফ রিপোর্টার: নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে সারাদেশের ন্যায় কুমিল্লা-লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক অচল হয়ে পড়ে। গতকাল বুধবার সকালে সীমিত কিছু যানবাহন চলাচল করলেও বেলা বাড়ার সাথে সাথে পুরো সড়ক অচল হয়ে পড়ে। এতে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।
দেশের দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ প্রতিদিন কুমিল্লা-লাকসাম-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক হয়ে রাজধানী ঢাকা, বন্দরনগরী চট্টগ্রাম, উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে। পূর্ব ঘোষণা ছাড়া বুধবার আকস্মিক সারাদেশের ন্যায় এ সড়কে যানবাহন বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের চরম দূর্ভোগে পড়তে হয়। তবে সড়কে বাস, ট্রাক সহ ভারী কোন যানবাহন চলাচল না করলেও সীমিত কিছু প্রাইভেটকার, মাইক্রোবাস, এ্যাম্বুলেন্স ও সিএনজি অটোরিক্সা চলাচল করতে দেখা যায়। নোয়াখালী থেকে দূরপল্লার কোন গাড়ি ছেড়ে যায়নি। লাকসাম থেকে ঢাকার উদ্দেশ্যে একমাত্র তিশা ট্রান্সপোর্টের পরিবহন থাকলেও কোন বাস ছেড়ে যায়নি। স্ট্যান্ডে বিপুল সংখ্যক বাস দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। এসময় শ্রমিক-কর্মচারীরা অলস সময় কাটান।
স্থানীয় সড়ক পরিবহন শ্রমিকরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, নতুন সড়ক পরিবহন আইন সংশোধন করা না হলে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের পরিবহন বন্ধ ঘোষণা করা হবে।
লাকসাম বাইপাস সড়কে ঢাকার উদ্দেশ্যে অপেক্ষমান তাহমিনা নামক এক যাত্রী বলেন, অবরোধের এমন দৃশ্য আর কখনো দেখিনি। অতীতে দেখেছি, হরতাল-অবরোধের ঘোষণা আগে থেকেই দেয়া হতো। অথচ পূর্ব ঘোষণা ছাড়া বুধবার সারাদিন ব্যাপী অবরোধে আমাদেরকে চরম দুর্ভোগে পড়তে হয়।