আবদুর রহিম: ২০ নভেম্বর বুধবার মনোহরগঞ্জ উপজেলার উপজেলা পরিষদ সংলগ্ন অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ এর শুভ উদ্বোধন করা হয়। প্রতিষ্ঠানের পরিচালক কুদ্দুস হেলালীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস এম শেখ কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মনোহরগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক মোঃ আবদুর রহিম, সাবেক সভাপতি হুমায়ুন কবির মানিক, খিলা ইউ পি মেম্বার মোঃ বাবুল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক আবুল খায়ের, সদস্য কুদরত উল্যা। এ সময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের পরিচালক জি এম আহসান উল্যা সোহাগ, নাসির মাহমুদ, তারেক হাসান, আবদুর রহমান, ডা. শামিম হোসেন, প্রভাষক আবু মুসা, জাহাঙ্গির আলম, মনোহরগঞ্জ বাজার কমিটির সেক্রেটারি ইসমাইল হোসেন, প্রেসক্লাবের যুগ্ম আহবায়ক সাংবাদিক ইমরান হোসেন সোহাগ, সাহাদাত হোসেন, মোঃ হাসান সহ বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রতিষ্ঠানের পরিচালক আবদুর রহমান ফারুক। বক্তারা তাদের বক্তব্যে বলেন- মনোহরগঞ্জ উপজেলায় এই প্রথম বেসরকারি উদ্যোগে অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ উদ্বোধনের মাধ্যমে সরকারের উন্নয়নের আরেকটি ধাপ এগিয়ে গেল। বক্তারা আরও বলেন, ভালো মানের পরিচালক, শিক্ষক/শিক্ষিকা দ্বারা পরিচালনা করলে এই প্রতিষ্ঠান থেকে বের হয়ে দেশ তথা জাতির কল্যাণে কাজ করবে বলে আমাদের বিশ্বাস।