স্টাফ রিপোর্টার: মেয়ের গোসল করার দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল করার প্রতিবাদ করায় প্রাণ দিতে হলো বাবাকে। শুক্রবার সকালে যশোর উপশহরের ৬ নম্বর সেক্টরের সারথী মিল এলাকায় বাবার বুকে লাথি দেয় বখাটে হোসেন আলী। এতে তার মৃত্যু হয়।
নিহত আব্দুর রাজ্জাক (৪৫) সারথী মিল এলাকার বাসিন্দা ও পেশায় নৈশ প্রহরী। এ ঘটনায় পুলিশ হোসেন আলীকে (৩২) আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, তিনমাস আগে সারথী মিল এলাকার ইলেক্ট্রিশিয়ান হোসেন আলী গোপনে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের বিবাহিত মেয়ের গোসলের দৃশ্য ভিডিও ধারণ করেন। এরপর ওই ভিডিও দেখিয়ে তিন মাস ধরে তাকে ব্ল্যাকমেইল করে আসছিলেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি জানাজানি হয়ে যায়।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আব্দুর রাজ্জাক এর প্রতিবাদ করতে গেলে হোসেন আলী তার বুকে লাথি মারেন। এতে পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজ্জাকের লাশ উদ্ধার এবং হোসেনকে আটক করে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। হোসেনকে হেফাজতে নেয়া হয়েছে। যে ভিডিও’র কথা বলা হচ্ছে, সেটির অনুসন্ধান চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত দেয়া হলে মামলা হবে।