ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের দ্বিতীয় তলার শৌচাগারের কমোডের ভেতর থেকে পলিথিনে মোড়ানো ৭০টি সোনার বিস্কুট উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টমস এগুলো উদ্ধার করে। কাস্টমস জানায়, এই বিস্কুটগুলোর মূল্য প্রায় চার কোটি টাকা।
বিমানবন্দর কাস্টমসের উপ-পরিচালক রিয়াদুল ইসলাম বলেন, উদ্ধার করা সোনার ওজন আট কেজি ১৯০ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য চার কোটি টাকা। কোন ফ্লাইটে সোনার বারগুলো বিমানবন্দরে এসেছে, কে এখানে ফেলে গেছে তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। এটা তদন্ত করে দেখা হচ্ছে।