ইমার্জিং এশিয়া কাপের চলতি আসরে শুরু থেকেই দারুণ বোলিং করছেন সুমন খান। ডানহাতি এই পেসার ফাইনালের গুরুত্বপূর্ণ মঞ্চেও সাফল্য এনে দিলেন বাংলাদেশকে। টসে জিতে ফিল্ডিংয়ে নেমে পাকিস্তান শিবিরে শুরুতেই আঘাত হেনেছেন পেসার সুমন খান। তার দাপুটে বোলিংয়ে সাজ ঘরে ফিরেছেন পাকিস্তানের দুই ওপেনার উমায়র ইউসুফ (৪) ও হায়দার আলী (২৬)।
এরই মধ্যে ঢাকার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে গড়ানো ম্যাচে কোণঠাসা পাকিস্তানের স্কোর : ২৬.১ ওভারে ১১৭/২। ম্যাচটি সরাসরি সম্প্রচার করছে স্টার স্পোর্টস-২। বাংলাদেশ দলের সামনে ইতিহাস গড়ার হাতছানি। ফাইনালে পাকিস্তানকে হারাতে পারলেই প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপের শিরোপা ঘরে তুলবে তারা। মহাগুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন টাইগার ইমার্জিং দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।