স্টাফ রিপোর্টার: কুমিল্লার লাকসামে ৮ম শ্রেণির এক স্কুল ছাত্রীকে অপহরণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার উত্তরদা ইউপির আতাকরা গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ওই ছাত্রীর পিতা মোশারফ হোসেন বাদী হয়ে লাকসাম থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ছাত্রী স্কুলে আসা-যাওয়ার পথে পাশ্ববর্তী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে রাজমিস্ত্রী সাইফুল ইসলাম তাকে উত্ত্যক্ত করে আসছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় একাধিক সালিশ বৈঠকে তাকে সতর্ক করা হয়। গত শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বাড়ির পাশ থেকে সাইফুল ইসলাম তার চাচাতো ভাই অহিদ মিয়ার ছেলে সাগরের সহায়তায় ওই ছাত্রীকে জোর করে একটি সিএনজিতে তুলে নিয়ে যায়। রিপোর্টটি লিখা পর্যন্ত ওই ছাত্রীর সন্ধান পাওয়া যায়নি।
অপহৃতা স্কুল ছাত্রীর পিতা মোশারফ হোসেন জানান, মেয়েকে অপহরণের অভিযোগ করলে বিবাদীর লোকজন আমাকে ফোনে হত্যা এবং ঘরবাড়ি পুড়ে ফেলার হুমকি দিচ্ছে। আমার মেয়ের সন্ধান ও জীবনের নিরাপত্তা চাই।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ নিজাম উদ্দিন বলেন, এই ঘটনায় অভিযোগ পেয়েছি। ওই ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে।