মুজিবুর রহমান দুলাল: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে কুমিল্লার লাকসাম দোগাইয়া চাঁদপুর দরবার শরীফ হতে একটি বিশাল জশনে জুলুস (বর্ণাঢ্য শোভাযাত্রা) বের করা হয়েছে। গতকাল শনিবার আয়োজিত জশ্নে জুলুসের নেতৃত্ব দেন দোগাইয়া চাঁদপুর হযরত মাওলানা সৈয়দ মো. আশরাফ আলী চাঁদপুরী (রহঃ) দরবার শরীফ’র গদ্দিনীশীন হযরত মাওলানা সৈয়দ মো. গাজিউল হক চাঁদপুরী (মাঃ আঃ) এবং বাংলাদেশ তরিকত ফেডারেশন কেন্দ্রীয় মহাসচিব শাহজাদয়ে চাঁদপুরী ডক্টর সৈয়দ মো. রেজাউল হক চাঁদপুরী।
ওইদিন সকাল ১১টায় দোগাইয়া চাঁদপুর দরবার শরীফ হতে জশনে জুলুসটি (বর্ণাঢ্য শোভাযাত্রা) বের হয়ে লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলা দু’টির প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনঃরায় দোগাইয়া চাঁদপুর দরবার শরীফে এসে শেষ হয়। জশ্নে জুলুসে দোগাইয়া চাঁদপুর দরবার শরীফ’র গদ্দিনীশীন হযরত মাওলানা সৈয়দ মো.গাজিউল হক চাঁদপুরীর (মাঃ আঃ) শাহজাদা সৈয়দ মো. জিয়াউল হক চাঁদপুরী, সৈয়দ মো. মাজেদুল হক চাঁদপুরীসহ হাজার হাজার মুরিদ ও ভক্তবৃন্দ অংশ গ্রহণ করেন।
জশ্নে জুলুস শেষে দরবার শরীফ জামে মসজিদে বাদ জোহর মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন, দোগাইয়া চাঁদপুর দরবার শরীফ’র গদ্দিনীশীন হযরত মাওলানা সৈয়দ মো. গাজিউল হক চাঁদপুরী (মাঃ আঃ)। এ সময় হাজার হাজার রাসুল (সাঃ) প্রেমিক, চাঁদপুরী শাহ্’র মুরিদ ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।