সন্ধ্যার দিকে আমি আর বাপ্পি আবার যাই সরকারি হসপিটালে উনাকে দেখতে। মানসিক ভাবে অসুস্থ হওয়ার কারণে অনেক আবোলতাবোল বকাবকি করে। হসপিটালে রাখতে অনেক কষ্ট হচ্ছে। কাল উনার আল্ট্রা-সনোগ্রাম করানো হবে।
আরো একবার হসপিটালের দায়িত্বরতদের অবহেলা দেখে খুব খারাপ লাগলো।। ওদের যে ব্যবহার!
তারপরও, আসার সময় আমরা ডিউটিরত নার্স এবং ডাক্তারদের উনার প্রতি লক্ষ্য রাখার জন্য অনুরোধ করে আসি।
যেকোনো সাহায্যের জন্য ভিক্টোরি অফ হিউমিনিট্যি অর্গানাইজেশন কে ডাকার জন্য বলে আসি।