মাসুদুর রহমান: কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদ পরিদর্শন করেছেন এলজিইডি কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান। মঙ্গলবার দুপুওে তিনি লাকসাম উপজেলা পরিদর্শনে আসেন। একই দিন মনোহরগঞ্জ উপজেলা পরিষদও পরিদর্শন করেন তিনি। পরিদর্শনকালের চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতির বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে কথা বলেন নির্বাহী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র প্রকৌশলী এএসএম রাশেদুর রহমান, লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম, উপজেলা প্রকৌশলী খোন্দকার গোলাম শওকত, উপ-সহকারী প্রকৌশলী সাইফুল ইসলাম, সাংবাদিক মুজিবুরর হমান দুলাল, উপজেলা হিসাব রক্ষক বেলায়েত হোসেন প্রমুখ।
মনোহরগঞ্জ উপজেলা পরিষদ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোঃ আল-আমিন সরদার, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেন প্রমুখ।